
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ৫শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তিনটি মোবাইল ফোন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে নিয়মিত যানবাহন চেকিংএর সময় আগৈলঝাড়া-মাগুড়া সড়কে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল (ত্রিমুখী) নামক স্থানে গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের খালেক সেরনিয়াবাতের ছেলে সেলিম সেরনিয়াবাত (৩৫) ও পশ্চিম শাওড়া গ্রামের রহমান বেপারীর ছেলে মনির বেপারী (৩৬)কে এসআই মিজানুর রহমান ও এএসআই নেছার উদ্দিন ৫শ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসআই সালাম মোল্লা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রোববার দুপুরেই আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছে, নং-৮।