
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেসরকারী সংস্থা আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদারের সভাপতিত্বে সংস্থার হলরুমে বার্ষিক সম্মেলন সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংস্থার নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব ড. রীতা সেন, ঢাকা চাটার্ড একাউন্ট্যান্টস আহমদ এন্ড আখতার ম্যানেজিং পাটনার কাঞ্চিলাল দাস, শিক্ষাবিদ মহাদেব বসু, প্রবীন শিক্ষক সতিন্দ্র নাথ অধিকারী, কারিগরী শিক্ষা বিভাগের কর্মকর্তা সঞ্চয় কুমার রায়, নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান বিভূতি ভূষন বাড়ৈ, সংস্থার পরিচালকের সহধর্মীনি মারথা হালদার, সাংবাদিক কেএম আজাদ রহমান, এসএম ওমর আলী সানি প্রমূখ।