
বরিশালের ১০৯ বছরের ঐতিহ্যবাহী আছমত আলী খান (এ কে) ইন্সটিটিউশনের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনকে স্কুল ক্যাম্পাসের বাসা থেকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই স্কুলের অন্য শিক্ষকরা। শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইরিন পারভীন বলেন, নানা দুর্নীতির অভিযোগে জসীম উদ্দীনকে সাময়িক বহিস্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। এরপরও তিনি বেআইনিভাবে স্কুলের দুটি শ্রেণিকক্ষ দখল করে সপরিবারে অবস্থান করছেন। তিনি স্কুল শিক্ষকদের নামে মামলাসহ নানা হয়রানি করছেন। তার বিরুদ্ধে স্কুলের বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাতের সুস্পষ্ট প্রমাণ রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। দুর্নীতিগ্রস্ত সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক জসীম উদ্দীনকে স্কুল ক্যাম্পাস থেকে অপসারণের দাবি জানানো হয়।
এ সময় ওই স্কুলের শিক্ষক মো. জিয়াউল হক ফারুক, কাঞ্চন আলী, রতন কুমার মজুমদার, ইসরাত জাহান সিলভী, আসমা আক্তার, মো. মামুন হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।