
গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন সরকারপাড়া আজাদ ক্লাব এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ডা: মনজুর আলমের সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। ৫ মে শনিবার বিকালে আজাদ ক্লাবের গৌরবের ৫৫ বছর পেরিয়ে ৫৬ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বলাকা চত্বরে এসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রতিষ্ঠাতা সদস্য থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন,এ কে এম গোলাম ফারুক সহ – সভাপতি,কাজী মো:আজমগীর হক,সাধারণ সম্পাদক। এছাড়া ক্রীড়া প্রেমী সদস্যবৃন্দের সর্বাত্মক সহযোগিতায় সরকার পাড়া আজাদ ক্লাবের গৌরবের ৫৫ বছরের ঐতিহ্যবাহী সংগঠনের সুবর্ণ জয়ন্তী আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে প্রথম পর্ব অনুষ্ঠানটি সমাপ্ত হয়। দ্বিতীয় পর্বে নবীন ও প্রবীন সদস্য বৃন্দের সহযোগীতায় সন্ধায় মনোমুগ্ধকর পরিবেশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়