নয়া আলো-
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব ও অবদান চিরস্মরণীয়। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে মুজিবনগর সরকার শপথ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যাত্রা শুরু করে। জাতির ইতিহাসে গুরুত্ববহ এই দিনকে সামনে রেখে দু’দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
দিনটি উপলক্ষে রোববার ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবনে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সকল জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সেই সঙ্গে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে।
একই দিন মুজিবনগরে পতাকা উত্তোলন কর্মসূচিসহ সকাল ১০টায় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হবে। সাড়ে ১০টায় শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত হবে জনসভা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
দিবসটি উপলক্ষে আগামী ১৮ এপ্রিল আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে জনসভার আয়োজন করেছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (খামারবাড়ি, ফার্মগেট) এ জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
মেহেরপুরের মুজিবনগরে অনুষ্ঠিতব্য কর্মসূচিতে সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভঁইয়া ডাবলু ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম মন্নুজান সুফিয়ান প্রমুখ।
নয়া আলো ডটকম