নিজস্ব প্রতিনিধি-
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আজ ২৮ এপ্রিল বৃহস্পতিবার চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে । কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৮টায় চাঁদপুর শহরের ইলিশ চত্বর থেকে র্যালী বের হয়ে জেলা আইনজীবী সমিতি ভবনে এসে শেষ হবে। সকাল সাড়ে ৯টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে জেলা জজ আদালত ভবনে রক্তদান কর্মসূচি এবং সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর ব্র্যাকের সৌজন্যে জেলা জজ আদালত ভবনে লিগ্যাল এইড ফেয়ার মেলা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে চাঁদপুরের স্থানীয় সকল দৈনিক পত্রিকায় আজ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। উল্লেখিত সকল কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে অংশ নিতে চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মফিজুল ইসলাম আহ্বান জানিয়েছেন।