মো: তাজমুল ইসলাম,তালা প্রতিনিধি:- আজ ১৫ জানুয়ারি সোমবার তালা প্রেসক্লাবের উদ্যোগে সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনে তালা হাসপাতালে ডাক্তার সংকট নিরসনে সর্ব সাধারনের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। ইতোপূর্বে তালার সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র অবলম্বন তালা হাসপাতাল। কিন্তু দীর্ঘদিন যাবৎ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ায় বিভিন্ন জাতীয় আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরও কোন সমাধান না হওয়ায় তালার জনসাধারণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচী গ্রহণ করেছে।
সূত্রে জানাযায়, সাতক্ষীরার তালা উপজেলায় সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র অবলম্বন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে ৩৪ জন ডাক্তারের পদ থাকলেও আছে মাত্র ৬ জন তার মধ্যেও অনেকেই আছেন ডেপুটিশনে আবার কেউ রয়েছেন প্রশিক্ষনে। যেমনি ডাক্তার সংকট তেমনি রয়েছে ওষুধ সংকট, খাদ্য তালিকা অনুযায়ী নেই সঠিক বন্টন এসকল নানবিধ দৈন্যদশার ফলে আজ তালাবাসীর স্বাস্থ্য সেবা হুমকির মুখে। হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি বিকল থাকায় রোগীদের ছুটতে হয় বাহিরে কোন প্রাইভেট ক্লিনিক অথবা সাতক্ষীরা খুলনায়। তালা হাসপাতালে এ্যাম্বুলেন্সটি সচল থাকলেও সরকারি নিয়ম উপেক্ষা করে এর ভাড়া নেওয়া হয় দ্বিগুন। তালা হাসপাতালে সকল বিভাগে রয়েছে শুভংকরের ফাঁকি। বর্তমানে হাসপাতালটিতে নেই কোন বিভাগীয় অভিজ্ঞ ডাক্তার, না আছে সার্জন, এ্যানেসথেসিয়া, গাইনী, চক্ষু, কনসালটেন্ট ও মেডিসিন বিশেষজ্ঞ। ফলে হাসপাতালে কোন মারাত্মক রোগী এলে তা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। এসকল পদের ডাক্তার না থাকায় এলাকার সাধারণ মানুষের ভোগান্তির অন্ত নেই।
বাংলাদেশের প্রায়ই হাসপাতালে একই রকম ডাক্তার সংকট চলছে। ডাক্তার স্বল্পতার কারণে রোগীদের চিকিৎসা সেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি। তবে ডাক্তার সংকটের ব্যাপারে উপরিমহলকে জানিয়েছি বললেন, তালা হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কুদরত-ই-খূদা। তিনি তালা প্রেসক্লাবের এই সেবামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।