নয়া আলো ডেস্কঃ- বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম সম্মেলন উপলক্ষে বুধবার থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রলীগের এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ মে। মনোনয়নপত্র বিতরণ প্রক্রিয়া চলবে তিন দিন। আগামী ৪ মে পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। আর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ৫ মে রাত ৮টা পর্যন্ত।
Please follow and like us: