ষ্টাফ রিপোর্টার-
আজ পহেলা বৈশাখ ১৪২৩,১৪ই এপ্রিল ২০১৬, নাঙ্গলকোট টাইমস ও নয়া আলো অনলাইন নিউজ পত্রিকার সম্মানিত চেয়ারম্যান খোরশেদ আলম চেীধুরীর একমাত্র কন্যা ফাহিমা আলম বৈশাখীর ৪র্থ জম্মবার্ষিকী।পহেলা বৈশাখ- ১৪১৯,১৪ই এপ্রিল ২০১২ বেলা ২টার সময় ভুমিষ্ঠ হয় বৈশাখী।পারিবারিক ভাবে তার জম্মদিন উৎযাপন করা হবে আজ।নাঙ্গলকোট টাইমস ও নয়া আলো অনলাইন নিউজ পত্রিকার পক্ষ থেকে মিষ্টি ও দুষ্ট মেয়েটির জন্য সকলের নিকট দোআ কামনা করছি।
নাঙ্গলকোট টাইমস ও নয়া আলো পরিবার।
Please follow and like us: