মনিরুল ইসলাম মনির :-৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ (বৃহস্পতিবার) মধ্যরাতে। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি করছে উঠান-বৈঠক। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সুষ্ঠু পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার কথা বলছেন ভোটাররা।
৪ঠা জুন ৬ষ্ঠ দফার ইউপি নির্বাচনে মতলব উত্তর উপজেলার গজরা ও কলাকান্দা এ ২টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কলাকান্দা ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ০৭ জন, গজরা ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রার্থী।
ইতিমধ্যে চেয়ারম্যান পদে গজরায় আলহাজ¦ মোহাম্মদ হানিফ মিয়া দর্জী ও কলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. সোবাহান সরকার সুভা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এছাড়া কলাকান্দা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মো. আ. মোতালেব হোসেন, ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ওয়ালী উল্যাহ, গজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মো. সহিদ উল্যাহ ও ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মো. কবির হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। তাই শেষ মুহূত্বের প্রচারণায় এখন সরগরম নির্বাচনী এলাকাগুলো।
নির্বাচনী ক্যাম্প ও চায়ের দোকানগুলোতে চলছে নির্বাচনি আড্ডা। তবে সুষ্ঠু নির্বাচনী পরিবেশে ভোট দেয়া নিয়ে সংশয় রয়েছে ভোটারদের মাঝে।
ভোট চাইতে নানা উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। নির্বাচনী প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে জানাচ্ছেন নানা অভিযোগ।
সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন করতে প্রার্থীদের সাথে দফায় দফায় আইন-শৃঙ্খলা সভা করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন মজুমদার।
মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী জানান, আচরণ বিধি অমান্যসহ যে কোনো অনিয়ম রোধ করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেয়া হয়েছে।