আজ শোকাহত মন
রুমানা আক্তার রত্না
খুব ভালোবেসে,সযত্নে আগলে রেখে
ধরে রাখতে পারিনি তারে
যার গুটি গুটি পায়ে মুখরিত হত
সারা আঙিনা জুড়ে।
তার নানান খেলার ছলে
হাসিত আকাশ বাতাস!
তার শূন্যতার ক্ষত কতটা
হৃদয় কোণে করেছে অভিভূত
সে কথা রইলো তার অগোচর।
তাকে নিয়ে স্বপ্ন ছিলো যত
সবি আজ হৃদয়ের ক্ষত।
স্মৃতিতে স্মৃতিতে মনে পরে হায়!
চাপা কান্নায় বুক ভেঙে যায়।
ত্রিভূবণ ঘুরে জানি খুঁজিলেও
আর পাবো না তারে তবুও
মানে না মন, শোনেনা বারন
তার ব্যাথায়,শোকাহত আজ
আমার প্রতিটা ক্ষণ।
ধরে রাখতে পারিনি তারে
যার গুটি গুটি পায়ে মুখরিত হত
সারা আঙিনা জুড়ে।
তার নানান খেলার ছলে
হাসিত আকাশ বাতাস!
তার শূন্যতার ক্ষত কতটা
হৃদয় কোণে করেছে অভিভূত
সে কথা রইলো তার অগোচর।
তাকে নিয়ে স্বপ্ন ছিলো যত
সবি আজ হৃদয়ের ক্ষত।
স্মৃতিতে স্মৃতিতে মনে পরে হায়!
চাপা কান্নায় বুক ভেঙে যায়।
ত্রিভূবণ ঘুরে জানি খুঁজিলেও
আর পাবো না তারে তবুও
মানে না মন, শোনেনা বারন
তার ব্যাথায়,শোকাহত আজ
আমার প্রতিটা ক্ষণ।
Please follow and like us: