
পঞ্চগড়ের আটোয়ারীতে এক অগ্নিকান্ডের ঘটনায় একটি পরিবারের ৪টি ঘর ভূষ্মিভূত হয়েছে। মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র মোঃ লুৎফর রহমানের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরিবারের লোকজন সহ প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের রান্না শেষে লুৎফরের পুত্রবধু রান্না ঘর থেকে বেড়িয়ে অন্য কাজে মনোযোগ দেয়। এ সুযোগে লুৎফরের আড়াই বছর বয়সী নাতি রান্নাঘরে থাকা পাটখড়িতে আগুন নিয়ে পাশের খড়ের ঘরে লাগিয়ে দেয়। পরিবারের লোকজন দেখতে পেয়ে চিল্লাহল্লা করলে প্রতিবেশীরা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এরই মধ্যে রান্না ঘর সহ মোট ৪টি ঘর অগ্নিকান্ডে ভূষ্মিভূত হয়। আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাইন উদ্দীন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ২টি কম্বল ও শুকনো খাবার বিতরণ করেছেন। বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো সহযোগিতা করার আশ^াস দেন।