“ এসো মিলি প্রাণের বন্ধনে” প্রতিপাদ্য বিষয়কে বুকে ধারণ করে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক “ অফিসার্স ক্লাব ” ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন হয়েছে। সোমবার ( ৫ ফেব্রুয়ারি) সন্ধা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। আটোয়ারী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘ অফিসার্স ক্লাব ’ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডা. মোঃ হুমায়ুন কবীরের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ,প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষি কেশ বর্মন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ শহিদুল ইসলাম সহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।