পঞ্চগড়ের আটোয়ারীতে আফ্রিকান মাগুর মাছের পোনা বিক্রি করার অপরাধে একজন পোনা মাছ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রবিবার ( ৫ জানুয়ারি) সন্ধায় উপজেলার ফকিরগঞ্জ বাজারে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাফিউল মাজলুবিন রহমান। উপজেলা মৎস্য অফিসার সিরাজাম মুনীরা সুমি জানান, বাংলাদেশে আফ্রিকান মাগুর মাছ চাষ করা এবং বিক্রি করা সম্পুর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ এই মাগুর মাছের পোনা বাজারে প্রকাশ্যে বিক্রি করছিলো বগুড়ার এক পোনা ব্যবসায়ী। উপজেলা মৎস্য দপ্তরের লোকজন পোনা ব্যবসায়ীকে আটক করে।পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স সহ বাজারে উপস্থিত হয়ে নিষিদ্ধ আফ্রিকান মাছের পোনা বিক্রির অপরাধে তাকে এক হাজার টাকা জরিমান করেন এবং পোনা মাছগুলো মাটিতে গর্ত করে পুতে ফেলেন। জনৈক পোনা বিক্রেতা বলেন, এই মাছগুলো বাংলাদেশে নিষিদ্ধ তা আমার জানা ছিল না। নিষিদ্ধ জানলে আমি এই পোনা বিক্রি করতাম না। মৎস্য কর্মকর্তা বলেন, আফ্রিকান মাগুর মাছ অধিক পরিমান ছোট মাছ খায়। কোনোভাবে পুকুর থেকে ওই মাছ খাল বিলে পড়লে দেশীয় সকল মাছ খেয়ে ফেলবে। এ কারণে মাছটিকে বাংলাদেশে চাষ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।