
জাতীয় সংসদের সংরক্ষিত ৩০১ আসনের এমপি রেজিয়া ইসলাম এঁর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ( ১৬ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজিয়া ইসলাম বলেন, শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ উন্নত হবে। এদেশের সকল মানুষ শেখ হাসিনার উন্নয়নের সুফল ভোগ করছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই মানুষ এখন আর বন্যায় আক্রান্ত হয় না। দেশ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ,দুর্ভিক্ষমুক্ত বাংলাদেশ হয়েছে।
ঘরে ঘরে বিদ্যুৎ পাবে মানুষ স্বপ্নেও ভাবেনি। গ্রাম এখন শহরে রূপান্তরিত হচ্ছে। নিজ নিজ বিভাগীয় সমস্যা ও উন্নয়নের কথা তুলে ধরে আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাক আহমেদ, ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান,তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম,রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।