৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৭ ২০২৪, ১৬:৫১ | 688 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (০৭ মার্চ)দিবসটি পালন করা হয়। কর্মসুচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান,বেসরকারি সংস্থা ও বাসভবনসমুহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কবিতা আবৃত্তি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ,পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধুর জীবনী সংক্রান্ত ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনী এবং দিনব্যাপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন প্রচার ছিল অন্যতম। কর্মসুচির নির্ধারিত সময়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, আটোয়ারী থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, পল্লীবিদ্যুৎ সমিতি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে বঙ্গন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। অর্পণ শেষে মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ¦ মোঃ রমজান আলী’র সঞ্চালনায় আলোচনা সভায় ঐতিহাসিক ৭ই মার্চের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মুশফিক রেজা , দশম শ্রেণির ছাত্রী মাইশা মুনিরা মাফি,আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র তৌফিক এলাহী, বড় সিঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আস্থা আল জারিন প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা। ২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ভাষণকে বিশ^ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। কৃতজ্ঞ জাতি শ্রদ্ধায়-ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করছে। পরে ৭ই মার্চ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জানাগেছে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহাসিক ৭ই মার্চ নিজ নিজ প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET