২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৮শে শাবান, ১৪৪৪ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • আটোয়ারীতে খাদিজা মঞ্জিল বাংলো বাড়ী অগ্নিকান্ডে ভূষ্মিভূত




আটোয়ারীতে খাদিজা মঞ্জিল বাংলো বাড়ী অগ্নিকান্ডে ভূষ্মিভূত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২৩, ১৯:৩৭ | 672 বার পঠিত

পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকান্ডে এক পুলিশ সদস্যের ২৮ বছরের চাকুরী জীবনে রোজগারে মায়ের নামে নির্মিত “ খাদিজা মঞ্জিল” বাংলো বাড়ী দুর্বৃত্তের দেয়া আগুনে ভূষ্মিভূত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ ফেব্রæয়ারি) দিবাগত রাত প্রায় ১.০০টার সময় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া লক্ষীরথান গ্রামে। খাদিজা মঞ্জিল বাংলো বাড়ী’র গৃহকর্তা ওই গ্রামের মৃত শমসের আলীর চতুর্থ পুত্র এবং ঢাকা সিএমএম কোর্টের পুলিশ সদস্য মোঃ নজরুল ইসলাম আবেগ আপ্লুত হয়ে বলেন, আমি ২৮ বছর ধরে পুলিশের চাকুরীতে দায়িত্ব পালন করে আসছি। আমার রোজগারের টাকা দিয়ে বাড়ীর পাশের্^ই মায়ের নামে বাংলো বাড়ীটি নির্মাণ করি। চাকুরীর কারণে পরিবার সহ ঢাকায় অবস্থান করি। ছুটিতে এসে বাংলো বাড়ীতে থাকি । পাঁচ দিনের ছুটি পেয়ে গত ১৫ ফেব্রæয়ারি সকালে বাড়ীতে আসি। রাত প্রায় ৮টার দিকে মায়ের সাথে দেখা করার জন্য গ্রামের পুরাতন বাড়ীতে যাই। পুরাতন বাড়ীতে অবস্থানকালীন রাত প্রায় সোয়া একটার দিকে বাংলো বাড়ীতে অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে আসি সেখানে। আসে দেখি টিনসেট পাকা ঘরের সমস্ত কক্ষগুলোতে আগুন জ¦লছে। আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমার সখের বাংলো বাড়ীতে রাখা সৌখিন আসবাব পত্র ,ঘর সহ দরজা, থাই গøাসের জানালা,ফ্রীজ,টিভি, নগদ টাকা সহ সবই ছাঁই হয়ে গেছে। যাহার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লক্ষ টাকা। গৃহকর্তা নজরুল বলেন, ধারনা আমার কোন অজানা শত্রæ আমাকে আগুনে পুড়ে হত্যা করার পরিকল্পনা করেছে। অনেকে ধারনা করছেন যে, বাংলো বাড়ীর সমস্ত কক্ষে পেট্রোল অথবা কোন ধরনের জ¦ালানীজাত দ্রব্য ব্যবহার করে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা । এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের বিষয়টি থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছিল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৮৮০৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET