আসন্ন ঈদ-ঈল-ফিতর উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে ৫শ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জিআরটি। ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে মঙ্গলবার ( ০৯ এপ্রিল) বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে গ্লোবাল রিলিফ ট্রাস্ট( জিআরটি) ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি প্রতিনিধি , জমিরিয়া ইহইয়াউল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম উপকারভোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এ সময় বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন, জমিরিয়া মাদরাসার শিক্ষক রবিউল আওয়াল, ছোটদাপ তাহফিযুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মুহাম্মদ মখলেছুর রহমান মেসবাহ, গণ উন্নয়ন বহুমূখী সমবায় সমিতির উদ্যোক্তা বেলাল উদ্দীন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.রায়হান চৌধুরী রকি, ,বিভিন্ন এতিমখানা ও মাদরাসার শিক্ষক/পরিচালনা কমিটির সদস্য, বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক দল সহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। জানাগেছে, ঈদ উপহার সামগ্রী প্যাকেজের মধ্যে প্রতি প্যাকেজে রয়েছে পোলাও চাউল ২ কেজি,কুলসন সেমাই ২ প্যাকেট, লাচ্ছা সেমাই ২ প্যাকেট, সুজি ৫০০ গ্রাম, স্টিক লুডলস্ ২ প্যাকেট, চিনি ১ কেজি, গুড়ো দুধ ৫০০ গ্রাম, সেমাই মসলা ১টি, মিক্সড্ ডাল ৫০০ গ্রাম, হলুদ গুড়া ১০০ গ্রাম, মরিচ গুড়া ১০০ গ্রাম, ধনিয়া গুড়া ১০০ গ্রাম, গরম মসলা ১ প্যকট, মুরগী(জীবন্ত) ১টি। ঈদের পূর্বে ঈদ উপহার প্যাকেজ পেয়ে উপকারভোগীরা বেশ খুশী হয়েছে।