পঞ্চগড়ের আটোয়ারীতে জুয়ার আসর থেকে নয় জুয়ারুকে আটক করেছে পুলিশ। জানা গেছে, বুধবার ( ২৬ জুন) রাত প্রায় পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা’র নির্দেশক্রমে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহীনুর ইসলাম তালুকদার এর নেতৃত্বে একটি চৌকশ পুলিশ দল অভিযান চালিয়ে উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার ফাজিল মাদরাসার উত্তরে রাসেল মিয়া’র রাইস মিলের চাতালের ফাঁকা জায়গা হতে জুঁয়া খেলা অবস্থায় ৯ জুয়ারুকে আটক করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। আটককৃতরা হলো উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার গ্রামের মৃত হজিম উদ্দীনের পুত্র মোঃ জাহিদুল ইসলাম (৩৯), মৃত শামসুল হকের পুত্র আব্দুস সালাম (৩৫), মোঃ ফরিদ এর পুত্র মোঃ সোহেল(৩২), মোঃ মনসুর আলীর পুত্র মোঃ বনু মিয়া(৪০), মোঃ শফিকুল ইসলামের পুত্র মোঃ আবু সাঈদ(৩০), পঞ্চগড় সদর উপজেলার লাখেরাজ ঘুমটি গ্রামের মোঃ ফয়জুল ইসলামের পুত্র নুরুজ্জামান (৩৯) ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার মৌজাবনী (প্রধানপাড়া) গ্রামের মোঃ শামসুদ্দিনের পুত্র আহসান হাবিব (৪৩), মৌজাবনী (কাজিপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দীনের পুত্র সোলেমান(৫০) ও রংপুর জেলার গঙ্গাচড়া থানার বেতগাড়ী গ্রামের কানু মহন্তের পুত্র কাজল মহন্ত(৩৩। এসময় জুয়ার আসর থেকে তাসের একটি প্যাকেট, ২,০৭৪/- টাকা, একটি প্রিন্টের বিছানার চাদর জব্দ করা হয়। ওসি মোঃ মুসা মিয়া জুয়ারু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযানকারী দলের অন্যতম সদস্য এসআই (নি:) শ্রী নারায়ন চন্দ্র সরকার বাদী হয়ে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন ৩/৪ ধারায় আটোয়ারী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলা নং-১১, তারিখ : ২৭/০৬/২০২৪। আটককৃত আসামীদের বৃহস্পতিবার ( ২৭ জুন) সকালে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের পাঠানো হয়েছে।