“ মানুষ মানুষের জন্য- ঈদ হোক সবার জন্য” স্লোগান নিয়ে দেশের অন্যতম শিক্ষামূলক সামাজিক সংগঠন ড্রিমার্স বাংলাদেশের উদ্যোগে পঞ্চগড়ের আটায়ারীতে ঈদ উপহার হিসেবে ২০০টি ছিন্নমুল,অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ০৯ এপ্রিল) বিকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ বাজার সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ডা.মওলা বক্স চৌধুরী ড্রিমার্স বাংলাদেশ এর সাথে জড়িতদের উজ্জল ভবিষ্যত কামনা করে বক্তব্য রাখেন এবং বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত,অপরাধমুক্ত স্বপ্নের উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য অলাভজনক স্বেচ্ছাসেবী শিক্ষামুলক সংগঠন ড্রিমার্স বাংলাদেশের প্রয়োজন বলে উল্লেখ করেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, ওয়াহেদুজ্জামান পুলক প্রমুখ উপস্থিত ছিলেন।
স্লোগানের উপর গুরুত্বারোপ করে ড্রিমার্স বাংলাদেশ এর নেতৃবৃন্দ বলেন, ড্রিমার্স বাংলাদেশ সারা দেশব্যাপি ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ঈদের বাজার বিতরণের আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় আটোয়ারী উপজেলায় ২০০ ছিন্নমুল ও দুস্থ্য পরিবারের মাঝে ঈদের বাজার হিসেবে সোয়াবিন তৈল,চিনি, পোলাও চাল, সেমাই,দুধ সহ বিভিন্ন পণ্যের প্যাকেজ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। এছাড়াও সংগঠনটি শিক্ষার্থীদের মেধা বিকাশ, নেতৃত্বের গুণাবলী বিকাশ সহ নানান রকম সমাজ সেবা মুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসময় অন্যদের মধ্যে ড্রিমার বাংলাদেশের উপজেলার সদস্যবৃন্দ, উপকারভোগী,গণমাধ্যমকর্মী সহ এলাকার সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।