“ শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে সোমবার ( ২৭ মে) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাসুম বিল্লাহ, ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন, ধামোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার মাহমুদ প্রমুখ। সভায় উপজেলা শিক্ষা দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।