পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট (বালিকা) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৩ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট দু’টি অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ( বালক দল) আলোয়াখোয়া ইউনিয়নের ‘আলোয়াখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ৪-০ গোলে মির্জাপুর ইউনিয়নের ‘মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’কে পরাজিত করেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে (বালিকা দল) তোড়িয়া ইউনিয়নের ‘নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ৫-০ গোলে ধামোর ইউনিয়নের ‘সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’কে পরাজিত করেন। আলোয়াখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ও নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্ট শেষে সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। আলোচনা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার ফুটবল প্রেমি দর্শক উপস্থিত ছিলেন।