দ্বাদশ সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও ‘ভোট বর্জনে’র কৌশল নিয়ে কাজ করছে বিএনপি। এ সিদ্ধান্ত বাস্তবায়নে বিএনপি’র কেন্দ্রিয় কমিটির গৃহিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতে এক দফা দাবী আদায়ের লক্ষ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সহ সকল স্থানীয় সরকার নির্বাচন বর্জন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে বুধবার ( ১লা মে) বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ) এর সভাপতিত্বে সদস্য সচিব আলহাজ¦ কুদরত-ই-খুদা’র সঞ্চালনায় আওয়ামী লীগ সরকারের সমালোচনা সহ ভোট বর্জন কর্মসূচি বাস্তবায়ন করতে দলীয় নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ,পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ¦ ফরহাদ হোসেন আজাদ। আরো বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য আব্দুল্যাহেল বাকী, মতিয়ার রহমান, কেরামত আলী, নজরুল ইসলাম, শাহাদত হোসেন সাজ্জাদ, বদিউজ্জামান (মানিক),মোঃ শাহাজাহান, সায়মন আক্তার সুমন প্রমুখ। বক্তারা বলেন, নির্বাচনের প্রথম ধাপে দলীয় সিদ্ধান্ত অমান্যকারী অনেক নেকা-কর্মীকে বহিস্কার করেছে দলটি। আটোয়ারীতে চেয়ারম্যান পদে মোঃ শাহাজাহান ও ভাইস চেয়ারম্যান পদে সায়মন আক্তার সুমন দলের সিদ্ধান্ত মেনে প্রার্থীতা প্রত্যাহার করায় তাদেরকে ধন্যবাদ জানান বক্তারা। আলোচনা শেষে ভোট বর্জনের লিফলেট বিতরণ করার প্রস্তুতি নেওয়া হলে, পুলিশের বাধার মুখে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে স্থানীয় নেতারা বলেন, লিফলেট ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের কাছে দেওয়া হয়েছে, তারা নিজ নিজ এলাকায় বিতরণ করবেন।