পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাকৃতিক আবহাওয়া প্রতিকুলের মধ্যদিয়ে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসুচির মধ্যে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ ও প্রশাসন, আটোয়ারী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা কমান্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি), জাতীয় পার্টি, জাসদ, বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজ, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, বিএম কলেজ, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ, প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বীর শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অন্যান্য কর্মসুচির মধ্যে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছিল অন্যতম। দিবসটি উপলক্ষে বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনী,ফায়ার সার্ভিস, স্কাউটস,গার্লস গাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শিত হয়। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় আকর্ষনীয় ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, সাবেক অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, তোড়িয়া ইউনিয়ন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান,রাধানগর ইউনিয়ন কমান্ডারবীর মুক্তিযোদ্ধা জ্যোতিশ চন্দ্র বর্মন,আলোয়াখোয়া ইউনিয়নের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক আল মামুন বিপ্লব , হাবিবুল্লাহ হাবিব প্রমুখ। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম , বিভিন্ন দপ্তর প্রধান ও এনজিও প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীরা সহ আমন্ত্রীত অতিথিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।