পঞ্চগড়ের আটোয়ারীতে গত দুইদিনে পৃথক পৃথকভাবে মাদক ক্রেতা-বিক্রেতা ও জুয়ারু সহ ১৪ জন অপরাধীকে হাতে নাতে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য মতে, আটোয়ারীতে মাদক ও জুয়া বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মশিউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সাথে নিয়ে শুক্রবার (২২ মার্চ) রাত পৌনে ১২ টার সময় বারঘাটি বাজারে অভিযান চালিয়ে একটি কালো রঙের মোটর সাইকেলে ২ বোতল ম্যাজিক মোমেন্ট নামীয় বিদেশী মদ সহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের মোঃ সিরাজুল হকের ছেলে মোঃ একরামুল হক(২৪) ও একই গ্রামের মোঃ হাসিবুল ইসলামের ছেলে মোঃ তালিবুর রহমান (২৫)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ ধারায় আটোয়ারী থানায় মামলা রুজু হয়েছে। মামলা নং -১৬, তারিখ: ২৩/০৩/২০২৪। একই তারিখে রাত সোয়া ৭ টার দিকে আটোয়ারী থানার এসআই স¤্রাট খানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে ফকিরগঞ্জ বাজারের বাঁশ হাটি থেকে কাগজে মোড়ানো ৪ পোটলা(৬০ গ্রা:) গাঁজাসহ কিসমত দাপ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মোঃ তাহেরুল ইসলাম(২৮) কে আটক করা হয়। এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১ সারণির ১৯(ক) ধারায় আটোয়ারী থানায় মামলা রুজু হয়। মামলা নং ১৪, তারিখ: ২২/০৩/২০২৪। একই তারিখে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওবায়দুল্লাহ’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে রাত প্রায় ১১ টার দিকে উপজেলার কলেজ মোড় এলাকার একটি বন্ধ হোটেলের ভিতরে জুয়া খেলার সময় জুয়ারুদের হাতে নাতে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত জুয়ারুরা হলো- উপজেলার কালিকাপুর গ্রামের মৃত কাজিম হোসেনের ছেলে মোজাহারুল ইসলাম(৩৬), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শুধু আলী (২৭), সফিকুল ইসলামের ছেলে লিয়াকত আলী (২৯) ও মৃত হাবিবুর রহমানের ছেলে হাসান আলী(২৫)। আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় আটোয়ারী থানায় মামলা রুজু হয়েছে। মামলা নং-১৫, তারিখ: ২৩/০৩/২০২৪। এর আগে গত বৃহস্পতিবার ( ২১ মার্চ) রাত পৌনে ১০ টার সময় আটোয়ারী থানার এসআই রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কারেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর ইউনিয়নের শুখের পুলের ২০০গজ দক্ষিণে দীঘিপাড়াস্থ ক্যানেল সংলগ্ন এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় ৭ গাঁজা ব্যবসায়ী ও গাঁজা সেবীকে হাতে-নাতে আটক করে অভিযানকারী দল। আটককৃতরা হলো, রাধানগর ইউনিয়নের বড়দাপ ঘোষপাড়া গ্রামের শান্ত কুমার ঘোষের ছেলে শ্রী প্রান্ত চন্দ্র ঘোষ(১৯), ধীরেন চন্দ্র ঘোষের ছেলে শ্রী নয়ন চন্দ্র ঘোষ(২৩), বড়দাপ গোয়ালদীঘি গ্রামের দীলিপ বাশফোর এর ছেলে শ্রী রাম বাবু(১৯), গোবিন্দপুর বামনদীঘি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহাগ আলী(১৯), ছোটদাপ গ্রামের মৃত ফারাজ উদ্দীনের ছেলে পারভেজ মোশারফ(২২), বড়দাপ ঘোষপাড়া গ্রামের জীতেন চন্দ্র ঘোষের ছেলে শ্রী জ্যোতিশ চন্দ্র ঘোষ(২৫) ও মৃত তৈয়ব আলীর ছেলে সামশুল আলম(২০)। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় আটোয়ারী থানায় মামলা রুজু হয়েছে। মামলা নং-১৩, তারিখ: ২২/০৩/২০২৪। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া অপরাধী আটক ও মামলা রুজু’র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।