পঞ্চগড়ের আটোয়ারীতে বিষধর সাপের কামড়ে মন্দিরা রাণী(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে শিশুটি মারা যায়। মন্দিরা রাণী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী(ধামপাড়া) গ্রামের প্রসন্ন কুমার বর্মন ও ইতি রাণী দম্পতির একমাত্র কন্যা। মন্দিরা স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে খাবার খেয়ে ঘরের বিছানায় ঘুমিয়ে পড়েছিল শিশু মন্দিরা। ঘুমন্ত অবস্থায় তার বাঁ হাতের আঙুলে একটি বিষধর সাপ কামড় দিলে সে চিৎকার দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। তাৎক্ষনিকভাবে পরিবারের লোকজন তার হাতের ওপরে বেঁধে দিয়ে দ্রুত ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে নেয়। প্রতিবেশীরা সাপটিকে ধরতে পারলেও হাসপাতালে শিশু মন্দিরার মৃত্যু হয়। আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম (কচি) সাপের কামড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।