১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ধর্ম ও জীবন
  • আটোয়ারীতে হজ্জ্ব গমনেচ্ছুদের দিনব্যাপি ফ্রি প্রশিক্ষণ অনুষ্ঠিত




আটোয়ারীতে হজ্জ্ব গমনেচ্ছুদের দিনব্যাপি ফ্রি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৫ ২০২৪, ০০:৫৬ | 727 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২৪ সালে পবিত্র হজ্জ্ব গমনেচ্ছু পুরুষ ও মহিলাদের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪ মে) উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ সংলগ্ন মমতাজ জামে মসজিদে দিনব্যাপি হজ্জ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, আটোয়ারী হাজী কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান(আব্দার)। অনুষ্ঠানের শুরুতে প্রথম অধিবেশনে নতুন হাজী সাহেব/সাহেবানগনের পরিচিতি শেষে সংক্ষিপ্ত সাংগঠনিক আলোচনা করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ তাছির উদ্দীন। আলহাজ¦ মোঃ রমজান আলীর সঞ্চালনায় হজ্জ্বের উদ্দেশ্য, ফজিলত ও হজ্জ্ব কত প্রকার ও কি কি, হজ্জ্বের মিকাত, ইহরাম, নিয়ত ও তালবিয়াহ সম্পর্কে আলোচনা করেন আলহাজ¦ মাওঃ মোঃ সিরাজুল ইসলাম। তাওয়াফ কি ? এর নিয়ম, মাকামে ইব্রাহিমে ২ রাকাত নামাজ, জমজমের পানি পান, সাঁই ও মাথা মুন্ডন এবং বদলী হজ্জ্ব সম্পর্কে আলোচনা করেন, আলহাজ্জ্ব মোঃ খায়রুল আনাম। হজ্জ্বের মুল কার্যক্রম ঃ ইহরাম ও হজ্জ্বের নিয়ত, ৮ই জিলহজ্জ্ব মিনায় গমণ ও করনীয় সম্পর্কে আলোচনা করেন, আলহাজ্জ্ব মোহাম্মদ আলী। ৯ই জিলহজ্জ্ব আরাফতে গমন, অবস্থান ও করনীয় এবং ৯ই জিলহজ্জ্ব দিবাগত রাতে আরাফাত থেকে মুজদালিফায় গমন, অবস্থান ও পাথর সংগ্রহ।

১০ই জিলহজ্জ্ব এর যাবতীয় কাজ: বড় জামারায় পাথর নিক্ষেপ, কুরবানী,হলক ও তাওয়াফে জিয়ারত সম্পর্কে আলোচনা করেন, আলহাজ¦ মাওঃ মোঃ আব্দুল মোত্তালেব। ১১ ও ১২ জিলহজ্জ্ব তিন জামারায় পাথর নিক্ষেপ, নফল ওমরাহ, নফল তাওয়াফ ও উমরি কাজা নামাজ সম্পর্কে আলোচনা করেন, আলহাজ¦ মাওঃ মোঃ খোরশেদ আলম। হজ্জ্বব্রত পালনের সামগ্রীক নিয়মাবলীর পুনরাবৃত্তি করেন, আলহাজ¦ মোঃ রমজান আলী। প্রশিক্ষনের দ্বিতীয় অধিবেশনে, মদিনা শরীফ রওয়ানা ও প্রবেশ : মসজিদে নববীতে প্রবেশ ও রওজা মোবারক জিয়ারত সম্পর্কে আলোচনা করেন আলহাজ¦ মোঃ কলিম উদ্দীন( বলরামপুর)। মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় ও জান্নাতুল বাকী জিয়ারত, রাওজাতুম মিন রিয়াজুল জান্নাতে ২ রাকাত নামাজ আদায় সম্পর্কে আলোচনা করেন আলহাজ¦ মোঃ কলিম উদ্দীন (বি.এস.সি)। খানায়ে কাবা তাওয়াফের নিম ও বাস্তব নমুনা মাকামে ইব্রাহিম, হাতেম, হাজারে আসওয়াদ ও মোলতাজেম সম্পর্কে ধারণা প্রদান করেন আলহাজ¦ মোঃ খায়রুল আলম। মদীনা শরীফে দর্শনীয় স্থান সমুহ জিয়ারত ও নামাজ আদায়, বিদায়ী তাওয়াফ সম্পর্কে আলোচনা সহ প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন আলহাজ¦ মাওঃ মোঃ আকবর আলী। আখেরী মুনাজাতের মাধ্যমে দিনব্যাপি হজ্জ্ব প্রশিক্ষনের সমাপ্তি হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET