আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে অটো-বাইকের চাকায় পৃষ্ট হয়ে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যূ হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ ফেব্র“য়ারি) উপজেলার যুগিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী যুগিকাটা গ্রামের জনৈক ভবেশ চন্দ্রের কন্যা শাপলা রায়(১০) স্কুল ছুটির পর পায়ে হেঁটে পঞ্চগড়-আটোয়ারী পাঁকা সড়কে বাড়ি ফিরছিল। এসময় ব্যাটারি চালিত একটি অটো-বাইক যাত্রী নিয়ে আটোয়ারী অভিমুখে আসার সময় পিছন দিক থেকে স্কুল ছাত্রীকে ধাক্কা দিলে সে রাস্তায় লুটে পড়ে। এঅবস্থায় চলন্ত অটো বাইকের সামনের ও পিছনের চাকায় স্কুল ছাত্রী পৃষ্ট হয়। তাৎক্ষনিকভাবে অটো চালক পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালের অভিমুখে রাওয়ানা হয়। কিন্তু পথিমধ্যে শাপলার মৃত্যূ ঘটে বলে শাপলার পরিবার সুত্রে জানাগেছে। উত্তেজিত পথচারীরা অটো বাইকটি আটক করে রাখে। তাৎক্ষনিকভাবে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।