
মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে এক অটো বাইকের চাপায় পিষ্ট হয়ে দেড় বছর বয়সের এক শিশু মারা গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি গতকাল শনিবার (২০ মে) দুপুরে রুহিয়া-পঞ্চগড় পাকা সড়কের উপজেলার বড়দাপ প্যারিস সিনেমা সংলগ্ন এলাকায় ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বড়দাপ গ্রামের জনৈক আঃ সামাদের দেড় বছর বয়সের শিশু পুত্র সামিউন রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বাহী অটো বাইকের সামনে পড়ে। অটো বাইকের চালক তাৎক্ষনিকভাবে গাড়ী নিয়ন্ত্রনের চেষ্টা করলে অটো বাইকটি যাত্রী সহ উল্টে যায়। এসময় সামিউন অটো বাইকের নিচে চাপা পড়ে। প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে শিশু সামিউন মৃত্যূর কোলে ঢোলে পড়ে। এদিকে দূর্ঘটনার সময় গাড়ীর যাত্রী পার্শ^বর্তী ঠাকুরগাওয়ের রুহিয়া এলাকার নজরুলের স্ত্রী রুনা বেগম (২০), সফিকুলের স্ত্রী নুর নাহার (২৬) নজরুলের পুত্র জাকেরুল (২৭) মারাত্মক ভাবে আহত হয়। তারা বর্তমানে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। #