
মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :- পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার শাহাপাড়া গ্রামের খোরশেদ আলীর বাড়ীতে বিদ্যুৎ সংযোগ দিতে প্রতিবেশী জাহেরুল ইসলাম বিদ্যুৎ বিভাগের লোকজনকে বাধা দেয়। খোরশেদ আলী বিদ্যুৎ লাইন সংযোগের বাধা সৃষ্টির বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রতিবেশী নজরুল ও জাহেরুলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পেক্ষিতে বিষয়টি নিরসনের জন্য ১৩ ফেব্র“য়ারি মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার নেতৃত্বে ওসি(তদন্ত) জয়ন্ত কুমার সাহা, এসআই আবু রায়হান, এএসআই গৌতম সহ পিকআপ ভর্তি পুলিশ ফোর্স, পল্লী বিদ্যুৎ আটোয়ারী অঞ্চলের ইনচার্জ মকসেদুল ইসলাম সহ বিদ্যুৎ বিভাগের অন্যান্য কর্মচারীবৃন্দ সরেজমিনে উপস্থিত থেকে অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে আপোষ করে তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ দেন। অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তিরা অত্যান্ত গরীব হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের প্রতিনিধি হয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা ওই তিনটি পরিবারের মাঝে পৃথক পৃথকভাবে ৩টি শাড়ী , ৩টি লুঙ্গি এবং ১১ প্রকার শুকনা খাবার বিতরণ করেন। এসময় উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইউসুফ আলী ও যুগ্ন সম্পাদক জাহেরুল ইসলাম সহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন