মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে উন্নয়ন মেলা উদযাপনের প্রস্তুতিমুলক সভা ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উন্নয়ন মেলা জাঁকজমকপুর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পরামর্শমুলক বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. হুমায়ুন কবীর, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলা সফল ভাবে উদযাপন করার জন্য মুল কমিটি ও উপ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আগামী ১১ জানুয়ারি হতে ১৩ জানুয়ারী পর্যন্ত মেলার কার্যক্রম অব্যাহত থাকবে। প্রস্তুতিমুলক সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান সহ গণমাধ্যমকমর্ীূগন উপস্থিত ছিলেন।