
মোঃ জাহেরুল ইসলাম ,আটোয়ারী (পঞ্চগড়) থেকেঃ- পঞ্চগড়ের আটোয়ারীতে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার ২য় দিন (১২ জানুয়ারি)শুক্রবার উন্নয়নের তথ্যচিত্র উপস্থাপনার মাধ্যমে অতিবাহিত। সারাদেশের ন্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে আটোয়ারীতেও ১১ জানুয়ারি বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন। উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের ৩৮টি ষ্টল রয়েছে। ১২ জানুয়ারি দ্বিতীয় দিনে মেলা প্রাঙ্গনে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের তথ্যচিত্র ভিডিও প্রদর্শনের মাধ্যমে পৃথক পৃথক ভাবে উপস্থাপন করা হয়। ভিডিও চিত্রসহ নিজ নিজ দপ্তরের উন্নয়নমুলক তথ্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা: হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোঃ শামীম ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) অরুপ কুমার কুন্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা সমশের আলী, উপজেলা সমবায় অফিসার রোকেয়া খাতুন,সমাজসেবা বিভাগ, পল্লী বিদ্যুৎ বিভাগ, একটি বাড়ি একটি খামার, প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,জন প্রতিনিধি ,গণমাধ্যমকর্মী সহ অনেক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।