মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পর্যায়ের আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ১১ ফেব্র“য়ারি রবিবার উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সারাদিন বিরতিহীনভাবে বিভিন্ন প্রকার ক্রীড়ানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। পুরস্কার বিতরণের আগে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ার সাহাদাত, মাজেদুর রহমান, এম.এ. মতিন, জেলা পরিষদের সদস্য মাসুদ করিম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহেদুর রহমান, সাধারন সম্পাদক তৈমুর রহমান প্রমুখ। উপজেলা শিক্ষা অফিসার জানান, প্রথমে নিজ নিজ স্কুলে ক্রীড়ানুষ্ঠানে বিজয়ী হওয়ার পর ওই বিজয়ীরা ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। ইউনিয়ন পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তারা উপজেলা পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেয়েছে। আজ উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় যারা বিজয়ী হলো তারা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। তিনি আরো বলেন আগামী ১৩ ফেব্র“য়ারি জেলা পর্যায়ের আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পঞ্চগড়ের দাড়িকামারী-৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাহেদুর রহমান, সম্পাদক তৈমুর রহমান, ফকিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান আলী গান গেয়ে অনুষ্ঠানের দর্শক শ্রোতাদের মাতিয়ে তুলেছিলেন। তদের গান শুনে অনেকেই মন্তব্য করেছেন , আটোয়ারীর লুকায়িত প্রতিভা আজ প্রকাশ পেলো।