মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা গতকাল ১৯ ফেব্র“য়ারি সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সার ও বীজ ডিলারদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার মোঃ শামীম ইকবাল। সভায় উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সার ও বীজ ব্যবসায়ী(ডিলার) কমলেশ চন্দ্র ঘোষ, হায়দার আলী বকুল,আটোয়ারী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জিল্লুর হোসেন সরকার প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও.সি(তদন্ত) জয়ন্ত কুমার সাহা, বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার জাহাঙ্গীর আলম,মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, সার ও বীজ ব্যবসায়ী (ডিলার) সহ গণমাধ্যমকর্মীগণ। সভায় কৃষকদের স্বার্থক সংরক্ষন পুর্বক নিুমানের বীজ বিক্রি ও সারের বস্তা ওজনে কম দেয়া বিষয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।