
পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা সংক্রমণ রোধে ইউনিয়ন পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সেবাদানকারী সরকারি কর্মকর্তা ও মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিগণের সক্ষমতা বৃদ্ধিমুলক এক প্রশিক্ষণ কর্মশালা বুধবার (২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পঃ পঃ বিষয়ক উপজেলা কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপা ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)এর সহায়তায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পরিষদ চেয়াম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ও সহায়কের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। প্রশিক্ষণের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন এবং সহায়কের দায়িত্ব পালন করেন প্রশিক্ষণ উদ্বোধনী সভার সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পঃ পঃ বিষয়ক উপজেলা কমিটির সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান প্রমুখ। প্রশিক্ষণে চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সেবাদানকারী সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান-মেম্বার ও সংবাদকর্মীগণ অংশ নেন।