২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে করোনা সংক্রমণ রোধে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৪ ২০২১, ১৭:৪১ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা সংক্রমণ রোধে ইউনিয়ন পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সেবাদানকারী সরকারি কর্মকর্তা ও মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিগণের সক্ষমতা বৃদ্ধিমুলক এক প্রশিক্ষণ কর্মশালা বুধবার (২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পঃ পঃ বিষয়ক উপজেলা কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপা ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)এর সহায়তায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পরিষদ চেয়াম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ও সহায়কের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। প্রশিক্ষণের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন এবং সহায়কের দায়িত্ব পালন করেন প্রশিক্ষণ উদ্বোধনী সভার সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পঃ পঃ বিষয়ক উপজেলা কমিটির সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান প্রমুখ। প্রশিক্ষণে চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সেবাদানকারী সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান-মেম্বার ও সংবাদকর্মীগণ অংশ নেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET