মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :- পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র পরিচালনায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায় প্রকল্প) ইউনিয়ন পরিষদ সদস্যদের অংশ গ্রহনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। ৬ ফেব্র“য়ারি মংগলবার উপজেলা পরিষদ সভা কক্ষে তিনদিন ব্যাপী প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষনা করেন কোর্স কো-অর্ডিনেটর ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। এসময় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ইএসডিও’র জেলা কো-অর্ডিনেটর মোঃ রেজওয়ানুর রহমান, জেলা ফ্যাসিলিটেটর মোঃ আমির হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী নুরশেদা আক্তার ,আলোয়াখোয়া ও রাধানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ব্যাতিত সকল ইউপি সদস্য । এ প্রশিক্ষন আগামী ৮ ফেব্র“য়ারি সমাপ্ত হবে। পরবর্তীতে ক্রমান্বয়ে উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের সদস্যগণ গ্রাম আদালত প্রশিক্ষণ গ্রহন করবেন