
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে বলরামপুর ইউনিয়নের সাতখামার এলাকায় জনগনের চলাচল রাস্তায় বাধা সৃষ্টি করার কারনে এক জনের কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সুত্র জানিয়েছে, উপজেলার সাতখামার গ্রামের মৃত হবিবর রহমানের পুত্র মোঃ আলম (৪৫) বেশ কিছুদিন হতে জনগনের চলাচল রাস্তায় দোকানঘর বসিয়ে জনগনের দুর্ভোগ সৃষ্টি করেছে। এলাকার জনপ্রতিনিধি সহ প্রশাসনের লোকজন একাধিকবার তাকে দোকানঘর সরিয়ে নেয়ার তাগিদ দেন। সে কারো কথার তোয়াক্কা করেনি। ১ ডিসেম্বর শনিবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা পুলিশ ফোর্স সহ সাতখামার এলাকায় গিয়ে মৃত হবিবর রহমানের পুত্র মোঃ আলম(৪৫)কে আটক করে। জনগনের চলাচল রাস্তায় বাধা সৃষ্টি করার কারনে তাৎক্ষনিক দ: বি: ১৮১৬ এর ২৯১ ধারায় এক মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।