
আটোয়ারী( পঞ্চগড়) প্রতিনিধি:
“ জানবে বিশ্ব, জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রত্তুত বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে ১০ মার্চ শনিবার জাতীয় দুর্যোগ প্রত্তুতি দিবস উদযাপন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রানার, ফেস্টুন, প্লেকার্ড সহ উপজেলা পরিষদ চত্বর হতে এক বিশাল র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওয়ালিফ মন্ডল প্রমুখ। পরে উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।