
মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী ( পঞ্চগড় ) প্রতিনিধি :
“ নিরাপদ খাদ্যে ভরবো দেশ’ সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার (২ ফেব্র“য়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে ব্যানার,ফেস্টুন সহ একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, উপজেলা খাদ্য পরিদর্শক গাওসুল আজম মাহাবুব রব্বানী, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, সাবেক স্যানেটারী ইন্সপেক্টর বীরমুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান প্রমুখ