পঞ্চগড়ের আটোয়ারীতে টেলিভিশনে প্রিমিয়ার লীগ ক্রিকেট খেলায় বাজি ধরে জুয়া খেলার অপরাধে চার যুবককে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে
উপজেলা প্রশাসন মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনায় বের হন। অভিযানের এক পর্যায় উপজেলার নিতুপাড়া মোড় এলাকায় জোবায়দুরের মনোহারী দোকানের টেলিভিশনে ক্রিকেট খেলা চলাকালীন বাজি ধরা হাতেনাতে চার জন জুয়াড়–কে আটক করতে সক্ষম হন। জুয়াড়–রা তাদের অপরাধ স্বীকার করলে তাৎক্ষনিক বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। জুয়াড়–রা হলো উপজেলার নিতুপাড়া এলাকার হরেনের পুত্র শ্রী রতন(২২), একই এলাকার মৃত লক্ষীর পুত্র শ্রী সুদেশ(৩২), বড় সিঙ্গিয়া গ্রামের হামিরুল ইসলামের পুত্র মোঃ তালেব(১৯) ও একই গ্রামের নইম উদ্দীনের পুত্র মোঃ সাজু ইসলাম(১৯)। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আটোয়ারী থানা পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করেছেন এসআই আব্দুর রশিদ এর নেতৃত্বে এএসআই ফরহাদ হোসেন সহ পুলিশের একটি চৌকস দল।