১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে পাট আঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০২ ২০২১, ১৬:২২ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সোনালী আঁশের সোনার দেশ – পাটপণ্যের বাংলাদেশ” স্লোগান নিয়ে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট আঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা ২০২০ – ২১ অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বুধবার (০২ জুন) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। উপজেলা পাট কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম স্লোগানের উপর গুরুত্বারোপ করে পাট চাষীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন। কৃষক নেতা ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক সহ স্বাস্থ্যবিধি মেনে একশত জন পাটচাষী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন। দিনব্যাপী পৃথক পৃথকভাবে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন , দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোশারফ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, পঞ্চগড় বিএডিসি’র উপ-পরিচালক আব্দুল হাই , জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু এহিয়া ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। প্রশিক্ষকগণ বলেন, পাট পরিবেশ বান্ধব ফসল। পাট ও পাটপণ্য ব্যবহারে পরিবেশের কোন ক্ষতি হয় না। পাট চাষে জমির উর্বরতা শক্তি বাড়ে। প্রশিক্ষকগণ পাটখাতের উন্নয়ন ও সম্প্রসারণে সরকার কর্তৃক গ্রহীত পদক্ষেপসমুহ , পাট ও পাটজাত পণ্যের ব্যবসার লাইসেন্স গ্রহন এবং নবায়নে আইনগত বাধ্যবাধকতা বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। প্রশিক্ষণে বেশী বেশী পাট চাষ করে উন্নত মানসম্পন্ন পাটের উৎপাদন বৃদ্ধি, পাটবীজে স্বয়ংসম্পুর্ণতা অর্জন, পাটপণ্যের ব্যবহার ও পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা সহ জাতীয় স্বার্থে পাটখাতের উন্নয়ন, সম্প্রসারণ ও পরিবেশ রক্ষায় সবাইকে পাট চাষের আহবান জানানো হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET