মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
সারা দেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে। উপজেলার স্ব- স্ব বিদ্যালয়ের আয়োজনে উৎসবমুখর পরিবেশে ১ জানুয়ারী ২০১৮ শিক্ষা বর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যের এ পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়। উপজেলা শিক্ষা অফিসের অয়োজনে ১ জানুয়ারী সোমবার সকালে উপজেলার ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং পরে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে পাঠ্যপুস্তক উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বেধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা ক্ষেত্রে সরকারের সফলতা তুলে ধরে শিক্ষার্থীদের উৎসাহ ও উপদেশমুলক বক্তব্য দেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন, উপজেলা শিক্ষা অফিসার(প্রাথমিক) আব্দুল লতিফ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. আনিছুর রহমান, জেলা পরিষদ সদস্য মাজেদুর রহমান বকুল, প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, সহকারী শিক্ষক পইম উদ্দীন আহম্মেদ, সদ্য অবসরপ্রাপ্ত মৌলভী শিক্ষক আ.ন.ম আব্দুল আজিজ প্রমুখ। পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা –কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ জানান , ১জানুয়ারী বই উৎসবে উপজেলার প্রাথমিক বিদ্যালয়,কিন্ডার গার্টেন এবং এনজিও স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৯৪ হাজার ১ শত ৮৫টি বই বিতরণ করা হয়েছে। অপরদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন জানান, এবার উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ২লক্ষ ২৬ হাজার ১শত ৬৪টি বই বিতরণ করা হয়েছে।