
পঞ্চগড়ের আটোয়ারীতে ০৭ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারী যুব কে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। রবিবার (২৩ মে) দিবাগত রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নির্দেশনায় এসআই মোঃ স¤্রাট খাঁেনর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল উপজেলার মির্জাপুর এলাকায় এক অভিযান পরিচালনা করেন। এসময় সরকার পাড়া গ্রামের মোঃ হামিদুল ইসলামের পুত্র মোঃ নাসিরুল ইসলাম(২৬)কে মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া মাজার গেট সংলগ্ন এলাকা হতে সাত বোতল ফেনসিডিল সহ হাতে নাতে আটক করা হয়আটককৃত মাদক কারবারী নাসিরুলের বিরুদ্ধে আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। মামলা নং-১২। পরদিন সোমবার(২৪ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে পঞ্চগড় কারাগারে পাঠানো হয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন সাত বোতল ফেনসিডিল সহ মাদক কারবারী আটক সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন।