২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ




আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৩ ২০২১, ০৮:৫৮ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (০২ জুন) বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলায় তোড়িয়া ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ ও রাধানগর ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকা দল পৃথক পৃথকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এতে তোড়িয়া ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ বালক দলকে ১- ০ গোল ও বালিকা দলকে ১- ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে রাধানগর ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকা দল। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে খেলোয়ারদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে উপদেশমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বক্তব্য শেষে আনুষ্ঠানিকতার মাধ্যমে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলকে পুরস্কার হিসেবে পৃথক পৃথকভাবে ট্রফি প্রদান করা হয়। শ্রেষ্ঠ খেলোয়ার, সকল খেলোয়ার সহ খেলা পরিচালনাকারী টিমকে পৃথক পৃথকভাবে পুরস্কৃত করা হয়। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার-সচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী সহ ফুটবল পিপাসু দর্শকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্ণামেন্ট উৎসবমুখর ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET