
আটোয়ারী(পঞ্চ গড়) প্রতিনিধি : পঞ্চ গড়ের আটোয়ারী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ ৩ ডিসেম্বর সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা প্রশিক্ষক হারুন অর রশিদের স ালনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনসার ভিডিপি সদস্যদের গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন ও তাদের কর্মে উৎসাহ প্রদান সহ পরামর্শমুলক বক্তব্য রাখেন সমাবেশের প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক পবিত্র কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩৬ আনসার ব্যাটালিয়ন ঠাকুরগাঁওয়ের ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ কামরুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প গড় জেলা কমান্ডেন্ট মোঃ আহসান উল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী থানার ও.সি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, বোদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অবলেশ চন্দ্র মনি প্রমুখ। অনুষ্ঠানে উপজেলায় আনসার ভিডিপি’র কর্মকান্ডের তথ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। এছাড়া সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নজরুল ইসলাম,গণমাধ্যমকর্মী সহ আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।