মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
“ ডিজিটাল বাজার ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর উপর ১৫ মার্চ বৃহস্পতিবার র্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যলি শেষে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন পঞ্চগড় থেকে আগত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান,ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান ,মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী,ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল প্রমুখ।