মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:- সরকারী নির্দেশনা উপেক্ষা করে এস.এস.সি পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার চালু রাখার দায়ে পঞ্চগড়ের আটোয়ারীতে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন মরহুম ডাঃ মোঃ আজিজার রহমানের বাসায় অবসর প্রাপ্ত কর্ণেল মোঃ সালেহ উদ্দিন খান এর তত্বাবধানে পরিচালিত “নিউরণ ক্যাডেট কোচিং সেন্টার”কে পাঁচশত টাকা জরিমানা সহ কোচিং সেন্টারটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত শনিবার (৩ ফেব্র“য়ারি) চলমান এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা ওই কোচিং সেন্টারে উপস্থিত হলে তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জানাগেছে, জনৈক মোঃ মাসুদ পারভেজের পরিচালনায় ১২ জন শিক্ষক এই কোচিং সেন্টারটি চালিয়ে আসছিল।