আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে ২০০০মিটার দৈর্ঘ্য রাস্তা এইচবিবি করন এবং একটি মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। জানাগেছে, ১০ মার্চ শনিবার দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের ভোটগছ আমিনুল মেম্বারের বাড়ি হতে আলোয়াখোয়া কোনপাড়া বাবু মাস্টারের মোড় পর্যন্ত ২০০০ মি: দৈর্ঘ্য রাস্তা এইচবিবি করন শুভ উদ্বোধন এবং পরে তোড়িয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মসজিদ ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহমান, ওসি.আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট আনিছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, প্রকল্প প্রকৌশলী আব্দুল বাছেদ,আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবীব আল আজাদ প্রমুখ।