মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হংকং প্রবাসী কর্তৃক পোষাক বিতরণ করা হয়েছে। ৮ ফেব্র“য়ারি বৃহস্পতিবার দুপুরে হংকং প্রবাসী মোঃ শামসুজ্জোহা বিদ্যালয় চত্বরে উপস্থিত থেকে ব্যক্তিগত তহবিল থেকে আনুষ্ঠানিকভাবে ৭০ জন ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর মাঝে (স্কুল ড্রেস) পোষাক বিতরণ করেন। বিদ্যালয়ের সভাপতি মোছাঃ কহিনুর বেগমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক গিয়াস উদ্দীনের সঞ্চালনায় পোষাক বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতি শামসুজ্জোহার অবদানের কথা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ম্যানেজিং কমিটির সদস্য নির্মল চন্দ্র বর্মন, বীরেশ্বর সিংহ, তাজিরুল ইসলাম, সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম, কবিরুল ইসলাম প্রমুখ। হংকং প্রবাসী জানান, অবহেলিত এ এলাকার শিক্ষার্থীরা পিতা-মাতার দৈন্যদশার কারনে স্কুল জীবনে ঝড়ে পরে। তাদের পাশে দাড়ানোর আগ্রহ ছাড়াও আমার দেখে এলাকার সম্পদশালীরাও এধরনের মহৎ কাজে এগিয়ে আসবে এটাই আমার মুল লক্ষ্য।