
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি,আটোয়ারীর আয়োজনে ৮ জানুয়ারী মঙ্গলবার বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে খেলোয়াড়দের উদ্দেশ্যে আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘অলস মস্তিস্ক শয়তানের বাস’। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আবশ্যক। আলোচনা শেষে সভাপতি সহ অতিথিবৃন্দ সর্বপ্রকার খেলায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, খেলোয়াড় সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।